কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামানের দাফনকার্য সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর পুরান ঢাকার জুরাইন কবরস্থানে বড় ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো এই বরেণ্য অভিনেতাকে।
এর আগে সূত্রাপুর জামে মসজিদে এই কিংবদন্তির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে তার মরদেহ রাখা হয়।
শনিবার সকালে এটিএম শামসুজ্জামানের পরিবার জানায়, সূত্রাপুরে নিজ বাসায় তিনি ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
এটিএম শামসুজ্জামান এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে।
এর আগে এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়াও এফডিসি বা অন্য কোথাও মরদেহ অন্য কোথাও না নিতে জীবিত অবস্থায় বলে গেছেন তিনি।