প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন স্মরণী সরকার

নিজের প্রথম মৌলিক গান নিয়ে আসছেন স্মরণী সরকার। ‘কিছু আবদার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। সোহাগ ওয়াজিউল্লাহর কথায় গানটির সুর করেছেন এহসান রাহি। আর সঙ্গীতায়োজনে ছিলেন ইয়াজদানি। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই ভিডিও নির্মাণে কাজ শুরু হবে বলে জানান স্মরণী। তিনি বলেন, ‘ছবিঘরে’র ব্যানারে আধুনিক ধারার এই গানটির ভিডিও নির্মাণ করবেন পলিন কাউসার।

প্রথম মৌলিক গানের অনুভূতি জানিয়ে স্মরণী সরকার বলেন, এটি আমার প্রথম মৌলিক গান। আশা করছি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। মিষ্টি প্রেমের এই গানটির চিত্রনাট্য ও চিত্রায়ণের সব প্রস্তুতি মোটামুটি শেষ। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই গানটি প্রকাশ করা হবে। গান প্রকাশের পর ভালোমন্দ সবকিছুই বিচারের দায়ভার দর্শকদের ওপর থাকবে।

গানটির প্রসঙ্গে নির্মাতা বলেন, গানটির টিউন এক কথায় অসাধারণ, লিরিকও বেশ। আর স্মরণীর গলায় গানটি খুব মানানসই লেগেছে বলেই এর চিত্রনাট্য ও পরিচালনায় হাত দিয়েছি। খুব তাড়াতাড়ি কাজ শেষ করার ইচ্ছা রয়েছে।

Scroll to Top