আগামী ১৬ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা \’কেজিএফ চ্যাপ্টার টু\’। এতে ওই দিন সরকারি ছুটির আবেদন করেছেন সিনেমার নায়ক যশের ভক্তের একটি গ্রুপ। আর এ জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠিও দিয়েছেন।
সবশেষ ২০১৮ সালে ছবিটির প্রথম কিস্তি \’কেজিএফ চ্যাপ্টার ওয়ান\’ মুক্তি পায়। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দেয় ছবিটি। আড়াই বছর পর আসছে এই সিরিজের দ্বিতীয় কিস্তি। মুক্তির তারিখ ঘোষণার পর যশ ভক্তরা সরকারি ছুটি চেয়ে আবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাবর। সেই চিঠি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
উক্ত চিঠিতে লেখা রয়েছে, আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপটার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং, আমরা আপনাকে সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন।
উল্লেখ্য, প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপটার টু’ সিনেমাটিতে যশ ছাড়াও অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় সিনেমাটি ভারতজুড়ে মুক্তি পাবে।