ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলসের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন আর নেই। স্থানীয় সময় গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এবিকেসিও মিউজিকের পক্ষ থেকে শনিবার এক টুইট বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইটে এবিকেসিও মিউজিক বলেছে ‘হিল্টন ভ্যালেন্টাইনের মৃত্যুতে আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।’
ভ্যালেন্টাইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সহশিল্পী গায়ক এরিক বার্ডন ইনস্টাগ্রামে লিখেছেন, তুমি শুধু গিটার বাজাওনি, তুমি এর মধ্যে জীবন খুঁজে পেয়েছিলে! হিলটনের চলে যাওয়ার খবরে ব্যথাতুর হয়ে পড়েছি। আমরা একসঙ্গে রোমাঞ্চকর সময় কাটিয়েছি।
উল্লেখ্য, রক ইন পিস খ্যাত হিলটন ভ্যালেন্টাইন ১৯৪৩ সালের ২১ মে ব্রিটেনের নর্থ শিল্ডে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে গায়ক এরিক বার্ডন, চাস চ্যান্ডলার, অরগানিস্ট অ্যালান প্রাইস ও ড্রামার জন স্টিলের সঙ্গে মিলে গড়ে তুলেছিলেন অ্যানিমলস ব্যান্ড।