এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন চিত্রনায়িকা মুনমুন। \’বাউলা মাইয়া\’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বুধবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এ গানটি। এ গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান এবং সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। এছাড়া ভিডিও চিত্র পরিচালানায় ছিলেন ইয়ামিন ইলান।
উল্লেখ্য,গত ২৫ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন মুনমুন। তার অভিনীত শতাধিক ছবি মুক্তি পেয়েছে। অ্যাকশন ধারার ছবিতে অভিনয় করে অল্পদিনেই দশকদের নজরে পড়েন তিনি। ১৯৯৬ সালে \’মৌমাছি\’ ছবির মাধ্যমে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রে। তারপর এক এক করে ছবিতে কাজ করে গেছেন তিনি। ছোট বেলায় মুনমুন গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তার সেই সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে \’বাউলা মাইয়া\’ গানের মাধ্যমে সেই স্বপ্নপূরণ হলো তার। প্রথমবারের মতো নিজের গানে নিজে ঠোঁট মিলিয়ে ভিডিও দৃশ্য অভিনয় করেন এই অভিনেত্রী।
গানটির প্রসঙ্গে মুনমুন বলেন, ‘এতোদিন অন্য শিল্পীর গাওয়া গানে আমি ঠোঁট মিলিয়ে অভিনয় করেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই ঠোঁট মেলানোতে অন্যরকম অনুভূতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো\’ গান গেয়েছি। শ্রোতা দর্শকদের যদি ভালো লাগে আরও গাওয়ার আশা রাখছি।’