বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ ছাড়পত্র পেয়েছে। গত বিজয় দিবসকে টার্গেট করে শাহরিয়ার নাজিম জয় নির্মিত সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ১৩ ডিসেম্বর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে কিছু সংশোধনী সাপেক্ষে আবার জমা দিতে বলেন। ফলে পরবর্তীতে নতুন করে সিনেমাটি জমা দেন জয়। এবার সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, সেন্সর বোর্ড সদস্য, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, আমরা আগেরবার সিনেমাটি দেখে কিছু সংশোধনী দিয়েছিলাম। পরিচালক আমাদের সংশোধনী মেনে সিনেমাটি জমা দেন। এবার আমরা সেন্সর ছাড়পত্র দিতে সম্মত হয়েছি। অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী ‘প্রিয় কমলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম সিনেমাটি প্রযোজনা করেছে।
শাহরিয়ার নাজিম জয় সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন। গল্প সম্পর্কে নির্মাতা বলেন, “যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি।”