আসছে তুর্কির নতুন সিরিজ ‘তুর্কি লালা’

বলকান যুদ্ধের সময় ভারত উপমহাদেশের মুসলিমদের অবদান নিয়ে তুরস্ক একটি টিভি সিরিজ তৈরি করতে যাচ্ছে। আর এই সিরিজটির নাম দেওয়া হচ্ছে ‘তুর্কি লালা’, বাংলায় যার অর্থ- মহান তুর্কি ভাই। এর আগে দেশটি ‘আর্তুগরুল’ সিরিজ করেছিল।

‘লালা’ পশতু ভাষার শব্দ। ১৯২০ সালে সাম্রাজ্যবাদি শক্তির বিরুদ্ধে লড়াই করতে তুরস্কে আসা উপমহাদেশের মুসলিমদের অবদান তুলে ধরা হবে এই ‘তুর্কি লালা’ সিরিজে। এই সিরিজে মূলত তুলে ধরা হবে বলকান যুদ্ধের সময় ভারতীয় মুসলমানদের অবদান। পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রযোজনায় এই সিরিজ হবে।

টেকদিন ফিল্ম-এর প্রধান বলেন, ‘আমরা ইতোমধ্যে তুর্কি লালা-এর সিরিজের দৃশ্যপট লেখা শুরু করেছি। প্রথমে স্ক্রিপ তৈরি করা হবে। এরপর অভিনয় শুরু হবে।’

গেল ৭ ডিসেম্বর টেকদিন প্রতিনিধি দলসহ পাকিস্তানে পাঁচদিনের ভ্রমণ শুরু করেন। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সে সময় টেকদিন ফিল্ম-এর প্রধান বলেন, ‘পাকিস্তান ও তুরস্কের অভিনেতারা এ সিরিজে অভিনয় করবেন। অবশ্য বেশির ভাগ অভিনয় তুরস্কে হবে।’

Scroll to Top