ইরফান খান পাঠান যিনি হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ২০০৩ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আত্মপ্রকাশ করেন। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার সিনেমায় পা রেখেছেন তিনি। অভিনেতা হিসেবে তার প্রথম ঝলক শনিবার প্রকাশ্যে এসেছে। যে ছবির নাম ‘কোবরা’। দক্ষিণী নায়ক বিক্রম এই তামিল ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবির পরিচালক অজয় গাঁনামুথু।
‘কোবরা’ ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই ইরফানের অনুরাগীরা ব্যাপক হারে ইন্টারনেটে শেয়ার করছেন টিজারটি। ছবিতে সাবেক এই ক্রিকেটার অভিনয় করেছেন আসলান ইলমাজ নামে এক ইন্টারপোল অফিসারের ভূমিকায়। যিনি খুঁজে বেড়াচ্ছেন ‘কোবরা’-কে।
আর এই কোবরা প্রতিভাবান এক গণিতজ্ঞ। পাশাপাশি সে আবার বহুরূপীও। বিক্রমকে কোবরার ভূমিকায় দেখা যাবে। ভারতীয় মিডিয়া বলছে, ছবিতে নাকি কমবেশি ২০ রকমের চেহারায় দেখা যাবে বিক্রমকে। মুখোশের আড়ালে থাকা কোবরাকে কি ধরতে পারবে আসলান রূপি ইরফান পাঠান।