শাকিব খান যিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকে সিনেমাপ্রেমীরা। এবার বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শাকিব খানের ভক্তদের জন্য সুখবর আনলো জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’। তাঁর অভিনীত তিনটি ছবি এখন উপভোগ করা যাবে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের তিনটি চলচ্চিত্র বিশ্বের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হচ্ছে। আর এগুলো হলো- যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ এবং কলকাতার ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’।
অ্যামাজন প্রাইমে যুক্ত হওয়া ছবি তিনটি শাকিবের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম সফল কাজ বলে মনে করেন সিনেমা বোদ্ধারা। কারণ, এগুলোতে শাকিবকে পুরোপুরি অন্যভাবে পেয়েছেন দর্শকরা।
ছবি তিনটির মধ্যে ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। প্রযোজক গণমাধ্যমকে জানান, গত ডিসেম্বর থেকে ছবিগুলো অ্যামাজন প্রাইম অ্যাপে দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘বৈশ্বিক বাজারে বাংলা সিনেমার জন্য এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ।’