সেই মিলিমিটারকে দেখে জড়িয়ে ধরলেন আমির

১৯তম মুম্বই ফিল্ম ফেস্টিভালে দেখা হল দুজনের। ছোটোকে জড়িয়ে ধরলেন। কাঁধে হাত রেখে ছবি তুললেন। যেন ছোটো ভাইয়ের সঙ্গে অনেকদিন বাদে দেখা হল বড় দাদার। হাসি ফুটে উঠল দুজনের মুখেই। সঙ্গে সঙ্গে ক্যামেরার ঝলকানি। রাহুল কুমার ও আমির খান। যদিও রাহুল কুমার নামে খুব কমজনই চেনে তাঁকে। অধিক পরিচিত মিলিমিটার নামে।

থ্রি ইডিয়েটস ছবিতে আমির খান, বোমান ইরানি বা করিনা কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন রাহুল কুমার। তখন বয়সও কম ছিল রাহুলের। তবে, অভিনয়ে মন জয় করে নিয়েছিল দর্শকের। তাই তো মিলিমিটার নামটি আজও ভোলেনি দর্শক।

সম্প্রতি মুম্বই ফেস্টিভালে দেখা হয়েছিল আমির ও রাহুলের। তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। দুজনের মুখেই হাসি তখন। অনেকদিন পর দুজনকে এক ফ্রেমে পেয়ে খুশি থ্রি ইডিয়টসের ফ্যানরা।

মিলিমিটার চরিত্রে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন রাহুল। তবে আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ওমকারা, জিনা হ্যায় তো ঠোক ডাল ইত্যাদিতে তাঁকে দেখা গেছে। গানও করেন। আবার থিয়েটার শিল্পী হিসেবেও পরিচিত মুখ।

বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top