মিলা ও সাবেক স্বামী সানজারি পাঁচ মাসের ভালোবাসার সংসার রূপ নিয়েছে বিষাদে। আর এর রেশটা ধরেই গত বৃহস্পতিবার ৫ অক্টোবর রাতে মিলা বাদী হয়ে উত্তরা (পশ্চিম) থানায় মারধর ও যৌতুকের অভিযোগে তার স্বামী পারভেজের বিরুদ্ধে মামলা করেন।
তার এই মামলার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতেই পারভেজকে গ্রেফতার করে পুলিশ। এরপর মিলা তার ফেসবুকে ৭ অক্টোবর একটি স্ট্যাটাস দিয়ে ডির্ভোস ও মারধরের ব্যাপারে তার মতামত জানান। তিনি জানান তার স্বামী পরকীয়া প্রেম করতেন এবং তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
কিন্তু মিলা ও তার স্বামী পারভেজের ঘটনার নতুন তথ্য দিলেন জনপ্রিয় নাট্য নির্মাতা ইমরাউল রাফাত। তিনি ফেসবুকে লিখেছেন, ‘প্রসঙ্গ মিলা এবং তার মামলা। পারভেজ সানজারি আমার বন্ধু। ব্যক্তিগত ভাবে আমি তাকে চিনি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মিলা শুধুমাত্র মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য এই ধরনের কথা বলছে। তাকে কোন ধরনের অত্যাচার করা হয়নি, যৌতুকের তো প্রশ্নই আসেনা। আর অন্য মেয়ের সাথে সম্পর্কের ব্যাপারে আমি গ্যারান্টি দিলাম। আমি শুধুমাত্র আমার বন্ধুকে ডিফেন্ড করলাম। ভালো খারাপ সব জায়গায় আছে, মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে ইচ্ছুক নই। কিন্তু, মিথ্যা বানোয়াট কিছু স্টেটমেন্ট এর কারণে একটা ছেলে যখন বিনা দোষে হাজতে আছে। আমি সবকিছু জেনে চুপ থাকতে পারি না। আমরা পারভেজের জামিনের অপেক্ষা করছি। এরপর বিস্তারিত জানাবো। ওর মুখেই সবকিছু জানতে পারবেন। সত্য কখনো চাপা থাকে না।’
এ বিষয়ে নির্মাতা রাফাত আরও বলেন, ‘হ্যাঁ, মিলা সবই মিথ্যা বলেছে, এবং আমি সবই সত্যি বলেছি। পারভেজ জামিনে বের হোক, তারপর আপনারাও আরো নতুন নতুন তথ্য জানতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।’
বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ