ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। ম্যাজিস্ট্রেট আদালতের পর শুক্রবার সেশন কোর্টেও খারিজ করা হয় অভিযুক্ত ভাই-বোনের জামিনের আর্জি। বিচারক সাফ জানিয়ে দেন ‘জামিন মিলছে না’। তাই আপতত রিয়ার ঠিকানা মুম্বাইয়ের বাইকুল্লা সংশোধনাগার জেলে। রিয়ার সুরক্ষার কথা মাথায় রেখে তাকে সাধারণ ব্যরাকে নয়, রাখা হয়েছে একটি পৃথক সেলে। সেই সিঙ্গেল সেলে না আছে সিলিং ফ্যান না রয়েছে বিছানা।
মঙ্গলবার এনসিবির হাতে গ্রেফতার হওয়ার পর বুধবার সকাল সোয়া ১০টা নাগাদ রিয়াকে বাইকুল্লা জেলে স্থানান্তিরত করা হয়। এখানে রিয়ার একদম পাশের সেলে ঠাঁই হয় শিনা বোরা হত্যাকাণ্ডের অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায়ের।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মূল অভিযুওক্তের ওপর জেলেও হামলা হতে পারে, এই আশঙ্কা থেকেই একদম আলাদা সেলে রাখা হয়েছে রিয়াকে। সুশান্ত কাণ্ডে জনতার একটা বড় অংশের রোষের মুখে রিয়া। যদিও সম্প্রতি বলিউডের বেশকিছু তারকাসহ বুদ্ধিজীবীরা রিয়ার পাশে দাঁড়িয়ে বলেছেন ‘দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ রিয়া’।
তিনটি শিফটে দুইজন করে কনস্টেবল শুধু রিয়াকে গার্ড দেওয়ার জন্য রাখা হয়েছে বাইকুল্লা জেলে। রিয়াকে ঘুমানোর জন্য একটি চাটাই দেওয়া হয়েছে, নেই কোনও বালিশ বা বিছানার বন্দোবস্ত। আদালত অনুমতি দিলে টেবিল ফ্যান দেওয়া হবে বলে জানান জেলের এক কর্মকর্তা।
করোনার আবহে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার জন্য জেলবন্দিদের হলুদ গোলা দুধ দেওয়া হচ্ছে। মুম্বাইয়ের একমাত্র নারী সংশোধনাগর বাইকুল্লা জেল। গত কয়েক মাসে এখানে বেশ কয়েকটি কোভিড-১৯ রোগী শনাক্ত হন।
এনসিবির দাবি মেনে মঙ্গলবার রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ম্যাজিস্ট্রেট কোর্ট। সেই রায় বহাল থাকল সেশন কোর্টেও। সুশান্তের জন্য মাদক দ্রব্য সংগ্রহ করতেন রিয়া, সেই মাদকের আর্থিক লেনদেনও করতেন অভিযুক্ত।
উল্লেখ্য, এনসিবি এনডিপিএস আইনের একাধিক ধারায় রিয়াকে গ্রেফতার করেছে, যেখানে রয়েছে ২৭ (এ) ধারা। এটি জামিন অযোগ্য ধারা। মূলত এর জেরেই দুবার খারিজ হলো রিয়ার জামিনের আর্জি। আজও অভিনেত্রীর জামিনের তীব্র বিরোধিতা করে এনসিবি। এই ড্রাগ সিন্ডিকেটের উপযুক্ত তদন্তের জন্য রিয়াসহ সকল অভিযুক্তের জেলে থাকাটা প্রয়োজনীয়, জানিয়ে দেয় এনসিবি।
রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে জানিয়েছেন, আগামী সপ্তাহে বম্বে হাইকোর্টে রিয়া, শৌভিকের জামিনের আর্জি জানানো হবে। তাই সোমবার পর্যন্ত নিশ্চিতভাবেই বাইকুল্লা জেলই ঠিকানা রিয়ার।