ছোট পর্দার তুমুল জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী আসছেন নতুন রূপে! প্রতি ঈদে তাদের নিয়ে থাকে বিশেষ আয়োজন। আসন্ন ঈদে নেই তার বিকল্প। এবার ঈদে দুই বৈচিত্রময় চরিত্রে দেখা যাবে তাদের। একজনকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাত হিসেবে, আর অন্যজনকে গ্রামের সিঁধেল চোর হিসেবে!
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আরটিভির জন্য নির্মিত নাটক ‘ডাকাত’। আর এই নাটকের প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। এরমধ্যে চাঁদপুরের বিভিন্ন এলাকায় হয়েছে নাটকটির শ্যুটিং। শফিকুর রহমানের রচনা থেকে পরিচালনা করেছেন এল আর সোহেল।ঈদে যেসব যাত্রী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সদর ঘাটে আসেন তাদের মালপত্র ও টাকা-পয়সা লুটে নেওয়াই মোশাররফ করিমের কাজ। যারা সবকিছু দিতে অস্বীকার করবে তাদের চড়-থাপ্পড়, কিল-ঘুষি আর বন্দুকের খোঁচা দিয়ে সব ছিনিয়ে নেয় মোশাররফ করিমের দল। মোশাররফ ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়ন প্রমুখ।
অন্যদিকে ‘রসু চোর’ নামে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যে কিনা গ্রামের সিধেল চোর। এক সময় প্রতি রাত ব্যস্ততার মধ্যে কাটলেও এখন তার এই সিধেল চুরি প্রায় বিলুপ্তির পথে। এই নিয়ে তার আক্ষেপের শেষ নেই। কারণ সে এই পেশাকে শিল্প মনে করে। চোর হিসেবে রসু মার্কামারা হওয়ার কারণে গ্রামের ভিতরে যে কোন চুরি হলেই গ্রামের মোড়ল কাশু মাতব্বর বিচারে রসুকে জুতার বাড়ি দেয়। আর এই জুতা মারার দায়িত্বে থাকে গ্রামের যুবক হাসু।–এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রসু চোর’। রসু চোরের ভূমিকাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
বৃন্দাবন দাসের রচনায় কমেডি প্রধান এই নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। নাটকটির চঞ্চল চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন আখম হাসান, শাহনাজ খুশি, প্রাণ রায় প্রমুখ। ঈদ উপলক্ষে এটিএন বাংলায় এবার প্রচার হবে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। বিশেষ এই আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন রাত সাড়ে ৮ টায় প্রচার হবে ‘রসু চোর’।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি