ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত হত্যা কাণ্ড নিয়ে চলছে নানা জল্পন কল্পনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে যেগুলোতে দেখা গেছে মাদক চক্রের সঙ্গে যোগাযোগ ছিল রিয়ার। ধারণা করা হচ্ছে, মাদক সেবন করতেন রিয়া। তবে রিয়ার আইনজীবী এই অভিযোগ নাকচ করে বলেছেন, প্রয়োজনে রিয়া চক্রবর্তী রক্ত পরীক্ষা করাতে প্রস্তুত আছেন।
ভারতের গণমাধ্যম টাইমস নাও এর প্রতিবেদন অনুযায়ী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং হাউস স্টাফ দীপেশ সাওয়ান্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট এ কথা হয়েছিল। সেগুলো পড়ে তদন্তকারীরা ধারণা করছেন রিয়া সহ সকলেই মাদক সেবন করতেন।
এই তথ্য সিবিআইকে পাঠিয়েছে ইডি। সিবিআই মনে করছে এটা তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক।
তবে রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্দে বিষয়টিকে মিথ্যা দাবী করে একটি লিখিত বক্তব্য দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘রিয়া কোনোদিনও মাদক সেবন করেননি। প্রয়োজনে তিনি রক্ত পরীক্ষা করাতে প্রস্তুত।’
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করে পাটনায় একটি মামলা দায়ের করে অভিনেতার পরিবার। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন এই মামলার তদন্ত করছে সিবিআই। টাইমস অব ইন্ডিয়া