মহামারী করোনার কারণে দীর্ঘ বিরতির পর এবার নতুন একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। ‘আদিপুরুষ’ নামে এ সিনেমা পরিচালনা করবেন ওম রাউত। টি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার।
ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় একটি অধ্যায় নিয়ে হিন্দি ও তেলেগু ভাষায় শুট করা হবে ‘আদিপুরুষ’। পরে তামিল, মালায়ালাম, কন্নড়সহ একাধিক বিদেশি ভাষায় এটি ডাবিং করার পর মুক্তি দেওয়া হবে।
নতুন সিনেমা আদিপুরুষি নিয়ে প্রভাস বলেন, সিনেমার প্রতিটি চরিত্র চ্যালেঞ্জিং।আর তা রূপায়ণের কঠিন দায়িত্ব বর্তায় অভিনেতার উপর। এই চলচ্চিত্রের চরিত্রটি পরিচালক ওম যেভাবে ডিজাইন করেছেন, তাতে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী। আমি নিশ্চিত আমাদের দেশের যুব সম্প্রদায় এই চলচ্চিত্র ভালোবাসবে।
ওম রাউত বলেন—এই চলচ্চিত্রের অংশ হওয়ার জন্য প্রভাসের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে ভূষণজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ কোনো শর্ত ছাড়াই তিনি আমার এই স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করতে সহযোগিতা করছেন।
এর আগে ভূষণ কুমারের সঙ্গে ‘সাহো’ ও ‘রাধে শ্যাম’ সিনেমায় কাজ করেছেন প্রভাস। ‘আদিপুরুষ’ এই জুটির তৃতীয় চলচ্চিত্র।
এটি যৌথভাবে প্রযোজনা করছেন—ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নাইর। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২১ সালে শুরু হবে সিনেমাটির শুটিং। ২০২২ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
: ওয়াল্ড ইন ওয়ান নিউজ