বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় এসে থাকেন হিরো আলম। এবার হেয় প্রতিপন্নের অভিযোগ এনে মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার তিনি এই অভিযোগ করেছেন।
সভাপতি বরাবর অভিযোগ পত্রে লেখা রয়েছে, \’বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেউ চেনেও না, জানেও না।\’
তাদের এই বক্তব্যে মানহানির হয়েছে হিরো আলমের। এই বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই নেতার বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি। এতে তার সম্মানহানি হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর হিরো আলমকে চিনতে পারেননি, আর সাধারণ সম্পাদক জায়েদ খান হিরো আলমকে মিউজিক ভিডিও করেন বলে চিহ্নিত করায় প্রতিবাদের পর এবার লিখিত অভিযোগও জমা দিলেন।