ইরফানের মৃত্যু চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতিঃ শ্রাবন্তী

না ফেরার দেশে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এদেশের ডুব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শোকের ঢেউটা এদেশেও আছড়ে পড়েছে গোটা চলচ্চিত্র দুনিয়ায়। সে কথাই স্বীকার করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি উল্লেখ করে শ্রাবন্তী সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, \’ইরফানের মৃত্যু চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি।\’

আজ বুধবার মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। স্লামডগ মিলিয়নিয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। অভিনয় করেছেন বলিউড ও হলিউডের বহু ছবিতে। বাংলাদেশে বহুল আলোচিত একটি চলচ্চিত্র \’ডুব\’-এর মূল ভূমিকাতেও ছিলেন তিনি।

২০১৮ সালে এক টুইটার পোস্টে এই অভিনেতা জানান যে, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে। পরে তিনি লন্ডনের একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।

Scroll to Top