জান্নাতুল নাঈম এভ্রিল। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ\’ হয়ে ‘মিস ওয়ার্ল্ড’ আসরে লড়াইয়ের কথা ছিল তার। কিন্তু বিয়ের তথ্য গোপনের অভিযোগে মুকুট হারাতে হয় এই সুন্দরীর।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক সংস্থা ‘অন্তর শোবিজ’কে নিয়েও নানা আলোচনা-সমালোচনা হয়েছে। সমালোচনা হলেও এমন একটি প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এভ্রিল। প্রতিযোগিতার খুঁটিনাটি নানান বিষয়সহ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সম্প্রতি দেশের একটি অনলাইন গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
এভ্রিলকে প্রশ্ন করা হয়, ‘অভিযোগ আছে এমন আয়োজনে নারীর শরীর-ই অধিক গুরুত্ব পায় আয়োজকদের কাছে। বৈশ্বিক আয়োজনের বহু প্রমাণও মিলেছে। আপনার অভিজ্ঞতা কী?’
উত্তরে এভ্রিল জানান, ‘নারী নির্যাতনের ঘটনা সমাজের অন্যত্রও ঘটে। আবার সমাজেই নারীর সম্মান মেলে। তবে আমি গর্ববোধ করি, বাংলাদেশে এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে। আমাদের নিয়ে বিন্দু পরিমাণ নোংরামি ছিল না। আয়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজ’র চেয়ারম্যান স্বপন চৌধুরী আমার বাবার মতো। তাকে আমি স্যার বলি। তার স্ত্রী নাসরীন ম্যাম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন ‘
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল