৮০ বছর বয়সী সেই ভিক্ষুককে পা ছুঁয়ে সালাম করতে চান ওমর সানী

৮০ বছর বয়সী ভিক্ষুক নাজিম উদ্দিন, যিনি ভিক্ষা করে জমানো দশ হাজার টাকা করোনা সময়ে ত্রাণ তহবিলে দান করেছেন। এরই মধ্যে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। যা জেনে আবেগাপ্লুত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি এই ভিক্ষুককে বাবা বলে সম্বোধন করে তার পা ছুঁয়ে সালাম করার ইচ্ছে প্রকাশ করেছেন।

নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘যে নাকি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে, সে দান করছে করোনাভাইরাসের ত্রাণ তহবিলে; শাবাশ বাবা, আপনাকে পায়ে ধরে সালাম করতে চাই, আর কিছু মানুষের নামের ওপর। থাক বললাম না। আমার তো বাবা নেই, তাই অনেক দিন পর বাবা বলে সম্বোধন করলাম।’

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় ইউএনও রুবেল মাহমুদের হাতে জমানো অর্থ তুলে দেন ভিক্ষুক নাজিম উদ্দিন। তিনি নিজের ঘর মেরামতের জন্য দুই বছর ধরে ভিক্ষা করে সর্বসাকুল্যে ১০ হাজার টাকা জমিয়েছিলেন। পরে তা ত্রাণ তহবিলে দান করেন।

Scroll to Top