গান, নাচ ও মেলার আয়োজনের মধ্য দিয়ে বাঙালির মন রঙিন করে প্রতিবছর পহেলা বৈশাখ আসে। কিন্ত আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বাংলা ১৪২৭ সালের প্রথম দিনটি মানুষ কাটচ্ছেন করোনাভাইরাসের আতঙ্কে অবসাদের মধ্য দিয়ে। যে দিনটিকে প্রাণের সাথে গেঁথে নিতে রাস্তায় বেরিয়ে পড়তো মানুষজন, আজ তারাই রাস্তা ফাঁকা করে দিয়েছে। রমনা বটমূল, চারুকলা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন খা খা প্রান্তর।
বাংলা নববর্ষের এই দিনে নানা রকম উৎসবে মেতে ওঠে বাঙালি। গান, কবিতা র্যালীতে মুখর হয়ে থাকে শহর। গ্রামে বসে বৈশাখী মেলা। এই দিনে ছোট বড় ইভেন্ট হয়ম, কনসার্টের আয়োজন হয়ে থাকে। শিল্পীরা একটা কনসার্ট শেষ করে অন্য আরেকটি কনসার্টে ছুটে যান।
এবছর ঘটে গেলো ব্যতিক্রম। ঘরবন্দি হয়ে কাটছে শিল্পীদেরও পহেলা বৈশাখ। তবে এই বৈশাখে দর্শক শ্রোতাদের গান শোনাতে আসছেন হাবিব ওয়াাহিদ। গ্রামীণ ফোন আয়োজিত একটি ফেসবুক লাইভে গান গেয়ে শোনাবেন হাবিব।