আগামী বছর আমরা আবার হাসি আনন্দে নববর্ষ উদযাপন করবো: মোনালিসা

বাংলা নববর্ষ। বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। কিন্তু চলমান ভয়াল করোনা দুর্যোগের কারণে বাতিল করা হয়েছে এবারের নববর্ষের (১৪২৭) সব ধরনের আয়োজন। মঙ্গলবার (১ বৈশাখ/১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিন। বাঙালির আনন্দ, উৎসব আর উদযাপনের দিন। যে দিনটিকে প্রাণের সাথে গেঁথে নিতে রাস্তায় বেরিয়ে পড়তো মানুষজন, আজ তারাই রাস্তা ফাঁকা করে দিয়েছে। রমনা বটমূল, চারুকলা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন খা খা প্রান্তর। কিন্তু করোনার কারণে বর্ণিল এই দিনটি ঘরে বসেই পালন করতে হচ্ছে। তবে উৎসব জীবনের চেয়ে বড় নয়, তাই ঘরে বসেই সানন্দে-আনন্দে নববর্ষকে উদযাপনের প্রত্যাশা-অঙ্গীকার সকলের আর এ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল-অভিনেত্রী মোনালিসা।

মোনালিসা প্রবাস থেকে লিখেছেন, \’১৪২৭ সালটি শুরু হচ্ছে একটি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে। সবাই আমরা বাড়িতে থেকে নববর্ষকে বরণ করি প্রার্থনা করি, যেন পৃথিবী খুব দ্রুত আবার স্বাভাবিকতা ফিরে পায়। আশা রইল আগামী বছর আমরা আবার হাসি আনন্দে নববর্ষ উদযাপন করবো। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজে নিরাপদে থাকুন আর অন্যদের নিরাপদে রাখুন।\’

Scroll to Top