অ্যাকশন-থ্রিলার সিনেমা কিন্তু একটিও ঘুষি নেই

আগামীকাল দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দীপংকর সেনগুপ্ত দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।

নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘সিনেমাটি দেখে দর্শক ভিন্নতা পাবে। এরই মধ্যে আমরা চারটি কনটেন্ট ইউটিউবে প্রকাশ করেছি। এতে দর্শকদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে।’

তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহ আমাকে আশান্বিত করেছে। আশা করছি সিনেমাটি দর্শক ভালোভাবে নেবে। কারণ এটি অ্যাকশন-থ্রিলার সিনেমা। আবার এটাও ভেবে দেখতে হবে, এটি এমন ধরনের অ্যাকশন-থ্রিলার যেখানে একটিও ঘুষি নেই। পুলিশদের নিয়ে সিনেমা কিন্তু ইউনিফর্ম পরা কোনো পুলিশ নেই। সুতরাং ভিন্ন কিছু যে আছে এটা নিশ্চিত। দর্শক এখানে আলাদা কিছু পাবে।’

দীপন বলেন, ‘পুলিশকে নিয়ে হলেও আমি আসলে পুলিশের ওপর খুব বেশি থাকিনি। দর্শক যেন ভালো কিছু উপাদান পায় সেদিকে খেয়াল রেখেছি। সিনেমাটিতে দেখানো হয়েছে ঢাকা যখন আন্ডার অ্যাটাক তখন কী হবে? এই বিষয়গুলোই এখানে তুলে ধরা হয়েছে।’

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top