গতকাল বুধবার রাতে একটি বেসরকারি টেভিশনের ভিডিও কলে সরাসরি অংশ নিয়ে \’মিস ওয়ার্ল্ড বাংলাদেশ\’ জান্নাতুল নাঈম বলেছেন, আমাকে যদি বাদ দেওয়া হয় আমি মুকুট দিয়ে দেবো, স্বসম্মানে মুকুট (ক্রাউন) ফিরিয়ে দেবো। এতে আমার আফসোস থাকবে না।
আমি যে উদ্দেশ্যে এসেছি আমি সেটা যেভাবে হোক করে যাবো। আমি বাচ্চাদের নিয়ে কাজ করবো, অসহায় মেয়েদের নিয়ে কাজ করে যাবো।
বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ষোল বছরে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এটাকে আমি বিয়ে মনে করছি না। বাংলাদেশের আইনে যেখানে বাল্যবিয়ে নিষিদ্ধ তাহলে আমার সেটা বিয়ে হবে কেন? আমি তো একদিনও সংসার করিনি তাহলে সেটা কীভাবে বিয়ে হয়?
এভ্রিল বলেন, আসলে আমার যদি \’মিস ওয়ার্ল্ড বাংলাদেশ\’ খেতাব কেড়ে নেওয়া হয় তাহলে কোনো আফসোস থাকবে না। আমি বোঝাতে পেরেছি একটা মেয়ে কী করতে পারে। আমার লক্ষ্য বাল্যবিয়ে বিয়ের বিরুদ্ধে কাজ করা। আমি প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে কাজ করবো। আর যাতে এভাবে বাল্যবিয়ের কবপলে জীবন ধ্বংস হয়ে না যায় সেজন্য আমি কাজ করার চেষ্টা করে যাবো।
মোটামুটি নিশ্চিত হওয়া গেছে জান্নাতুল নাঈম এভ্রিলের \’মিস বাংলাদেশ ওয়ার্ল্ডের\’ খেতাব প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে আজ হোটেল ওয়েস্টিনে বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল