১২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

আর মাত্র একদিন। এরপর দেশজুড়ে মুক্তি পেতে চলেছে বছরের বহুল প্রতীক্ষিত ও আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে প্রচারণায় ব্যস্ত নির্মাতা দীপংকর দিপন। এরইমধ্যে ঠিক হয়ে গেছে দেশজুড়ে কতোগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’।

৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। তারআগে ৫ অক্টোবর আবার আছে প্রিমিয়ারের ব্যস্ততা। শেষ সময়ে ছবিটি নিয়ে প্রচারণায় তুমুল ব্যস্ততার মধ্যে ‘ঢাকা অ্যাটাক’ টিম। এরইমধ্যে ছবিটি দেশজুড়ে কতোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জানতে চাইলে ছবির নির্মাতা দীপংকর দিপন জানালেন, ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে দারুণ ব্যস্ত এখন সবাই। এরইমধ্যে আমাদের ছবিটি দেশের ১২৫টি সিনেমা হলে মুক্তি চূড়ান্ত করেছে। আগামি দুই দিনে হয়তো আরো কিছু হল বাড়তে পারে।

ঢাকার ভেতরে কতোটি প্রেক্ষাগৃহে চলবে ‘ঢাকা অ্যাটাক’ এমন প্রশ্নে নির্মাতা জানান, ঢাকার প্রায় সবগুলো সিনেমা হলেই ছবিটি চলবে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো গুরুত্বপূর্ণ সিনেমা হল বাদ যায়নি।

এরইমধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। প্রথম থেকেই প্রচার প্রচারণায় নতুন নতুন কৌশল অবলম্বন করছেন নির্মাতা। এরইমধ্যে বলিউড স্টাইলে ছবির টিজার, পোস্টার আর মোশন পোস্টারও রিলিজ দিয়েছেন তারা। যা বাংলা সিনেমায় দেখা যায়নি।

৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী ছবিতে মূল চরিত্রে আরিফিন শুভ ও মাহিয়া মাহি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, হাসান ইমাম, এবিএম মুসা এবং কাজী নওশাবা আহমেদ।

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

 

Scroll to Top