সালমান-ক্যাটরিনার পারফরম্যান্স দেখতে কত টাকা লাগছে?

বঙ্গবন্ধু বিপিএলের প্রস্তুতি সম্পন্ন। এখন মাঠে গড়ার পালা। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে সাত দলের লড়াই। তবে তার আগে জমকালো উদ্বোধানী অনুষ্ঠান হবে রোববার (৮ ডিসেম্বর)। অনুষ্ঠানোর মঞ্চ কাঁপাতে আসছেন ভারতের সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম, কৈলাস খের। এছাড়া বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকছেন জেমস ও মমতাজ।

মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে মঞ্চের সামনে মাঠে বসে সালমান খান ও ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স দেখতে হলে টিকিট কিনতে হবে ১০ হাজার টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে হলে নিতে হবে ২ হাজার ৫০০ টাকার টিকিট। সবচেয়ে ‘সুলভ’ ক্লাব হাউসের টিকিটের দাম ১ হাজার টাকা।

প্রথমে এই তিন ক্যাটাগরির কথা বলা হলেও শেষ সময়ে এসে আরো একটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। মাঠেই একটু ভিন্ন সুযোগ-সুবিধা ও স্থানে বসে জমকালো আয়োজন উপভোগ করতে টিকিট কিনতে হবে ৫ হাজার টাকার।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের দাম:
গ্রাউন্ড সিটিং- ১০,০০০
গ্রাউন্ড সিটিং- ৫,০০০
গ্রান্ড স্ট্যান্ড- ২,৫০০
ক্লাব হাউজ- ১,০০০