আমাজনের জঙ্গলে আগুন লেগেছিল। আর তা নাকি দাবানল নয়। আগুন লাগাতে প্রচুর অর্থ ঢেলেছিলেন হলিউড অভিনেতা তথা পরিবেশপ্রেমী লিওনার্ডো ডিক্যাপ্রিও। স্থানীয় সময় শুক্রবার এমন দাবি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। যদিও তার এই দাবির স্বপক্ষে কোনও তথ্য-প্রমাণ তিনি পেশ করতে পারেননি।
বৃহস্পতিবারই বলসোনারোর রাজনীতিবিদ ছেলে এডুয়ার্ডো টুইটারে দাবি করেন, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনকে ৩ লাখ মার্কিন ডলার ডিক্যাপ্রিও আমাজনে আগুন লাগানোর জন্য। বলসোনারো বলেন, ব্রাজিলের বিরুদ্ধে বিশ্ববাসীর কাছে প্রচার চালাতেই ওই কাজ করেছেন লিওনার্ডো।
গত মঙ্গলবারই চারজন স্বেচ্ছাসেবী দমকলকর্মীকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।পুলিশের অভিযোগ, ওই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য অনুদান জোগাড় করতে দাবানল লাগাতে সহায়তা করেছিলেন ওই স্বেচ্ছাসেবী দমকলকর্মীরা।
:আল জাজিরা