জাতীয় পুরস্কার প্রাপ্ত মাসুদ পথিক নির্মিত ‘মায়া- দ্য লস্ট মাদার’। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে।
সিনেমাটির একটি বিশেষ অংশে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেন নুপুর হুসাইন রানী। আর ছবিটির পোস্টারে দেখা গেছে নির্যাতিত এক বীরাঙ্গনার হাত বাঁধা নগ্ন ছবি। আর টিজার প্রকাশের পর অভিনেত্রী রানী নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানায় জিডি করেছিলেন (জিডি নম্বর ৩৩৫)।
বুধবার ছবিতে নুপুর হোসেন রানী অভিনীত অংশ নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দু\’পক্ষের সম্মতিতে সমাধান হয়েছে।
আপোষনামায় বলা হয়, নুপুর হোসেন রানী\’র দাবি অনুযায়ী, তার অভিনীত অংশ চলচ্চিত্রে সংযোজন এবং সম্মানী প্রদান করা হয়েছে। তার অভিনীত অংশ নিয়ে সেন্সর বোর্ড যদি আপত্তি না করে তবে পরিচালক কর্তন করবে না। যদি সেন্সর বোর্ড আপত্তি করে তবে নুপুর হোসেন রানী কোন অভিযোগ করতে পারবে না।