‘মানুষ শিক্ষিত হয়েছে তবে মানুষ হয়নি’

এবছর বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গের এক বিশেষ পুজোর ‘মুখ’ হয়ে ওঠায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ধর্ম সম্পর্কীয় নানা কটাক্ষ করা হয়। একই ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের মুসলিম অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গেও।

কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ট্রোলকে উপেক্ষা করে নুসরাত চুটিয়ে উপভোগ করেছেন দুর্গাপুজো। আর চারপাঁচজন বাঙালির মতোই গা ভাসিয়েছেন পুজোর আনন্দে।

আর তারপর, এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মনুষত্ববোধ আর সম্প্রতীর মাহাত্য।

সোশ্যাল মিডিয়া পোস্টটিতে নুসরাত লেখেন ‘আমরা সবাই মানুষ, যতক্ষণ না পর্যন্ত জাতি ধর্ম আমাদের আলাদা করছে… সম্পত্তি, রাজনীতি আমাদের আলাদা করছে। মানুষ শিক্ষিত হয়েছে তবে মানুষ হয়নি.. যদি তুমি বল আমি ধর্ম মানি না .. আমি বিশ্বাস করি আমি মানুষ প্রথমে… কারণ মানুষ আগে, তাই প্রথমে মানুষ হওয়া যাক .. ভালোবাসা ছড়ানো যাক।’

বাংলাদেশ সময় : ১১৫৯ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top