নূর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরী । সেই গণতন্ত্র জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন। নূর হোসেন জানতেন যে গণতন্ত্র একমাত্র প্রতিষ্ঠিত করতে পারেন তার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। নূর হোসেনের রক্ত বৃথা যায়নি। জননেত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
রবিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলশান কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী সংগঠনের সহ সভাপতি রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহ সভাপতি মনোরঞ্জন ঘোষাল, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চিত্রনায়িক সাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, অভিনেত্রী তানভিন সুইটি, চিত্রনায়িকা শাহানুর, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, করিম খান, মোত্তাছিম বিল্লাহ, কণ্ঠশিল্পী এস.ডি রুবেল, কণ্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, নুর হোসেন লিটন-সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, সকালে নূর হোসেন স্কয়ারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহানের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নুর হোসেন লিটন, নাট্যশিল্পী হাবিবুল্লাহ রিপনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।