চলে গেলেন জনপ্রিয় পপস্টার টম পেটি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, টমের পরিবারের তরফে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, টম আর নেই। তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন।
মালিবুর নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন টম। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থায় উন্নতি হয়নি। সেখানে মারা যান। তবে আগেই তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল।
১৯৫০ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন টম। মোটামুটি ১৯৭৬ সাল থেকে লাইমলাইটে আসেন। তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন টম পেটি অ্যান্ড দা হার্টব্রেকার্সের জন্য। তাঁর কনসার্টে প্রচুর মানুষের সমাগম হতো।
গানের পাশাপাশি একাধিক যন্ত্র বাজানোয় পারদর্শী ছিলেন। করতেন অভিনয়ও। ২০১৪ সালে তাঁর হিপনোটিক আই জনপ্রিয় হয়েছিল। গত মাসের ২২ তারিখে লস অ্যাঞ্জেলসে শেষ বারের মতো পারফর্ম করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল