ভারতের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক প্রভাসের সাথে দেখা হল বাংলাদেশের ছোট পরর্দার অভিনেত্রী সুজানার।বাহুবলী মুক্তির পর ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস।
গতকাল বুধবার ফেসবুকে প্রভাসের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সুজানা জাফর। ছবিটি দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন ঘটনা কী?
সুজানাই জানিয়েছেন, বুধবার দুবাই যাবার সময় বিমানে উঠে প্রভাসকে দেখতে পান তিনি। আর লোভ সামলাতে না পেরে প্রিয় তারকার সঙ্গে ছবিটি তোলেন তিনি। এ সময় প্রভাসকে নিজের পরিচয় দেয়ার পাশাপাশি তার বাহুবলী সিনেমার প্রশংসা করেন। প্রভাস বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানান। কথা ওইটুকুই।তবে প্রভাস সাধারণের মধ্যে অসাধারণ বলে জানান এই অভিনেত্রী। এত বড় তারকা কিন্তু কোনও তাপ-উত্তাপ নাই।