‘বিক্ষোভ’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন বলিউড তারকা সানি লিওন।এক ভিডিওবার্তায় পারফর্ম করার কথা নিশ্চিত করেছেন সানি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম জানান, আগামী সেপ্টেম্বরে মাঝ দিকে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নেবেন সানি লিওনি। গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।
ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। ইতোমধ্যে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টেপাধ্যায়। এছাড়া এই ছবিতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরো অনেকে অভিনয় করবেন। তবে এই ছবির নায়ক কে থাকছেন তা এখনো নিশ্চিত জানাননি পরিচালক।

নিরাপদ সড়কের আন্দোলনকে কেন্দ্র করে শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।