কথা বললেই ব্যানড : শাকিব খান

নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র ফোরামে সর্বশেষ কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শাকিব খান। তিনি জানালেন, কীভাবে এ সংগঠনের জন্ম হয়েছে। আরো বললেন, ‘চলচ্চিত্র নিয়ে এখন কথা বলা যায় না, বললেই ব্যানড।’ রাজধানীর ঢাকা ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার দুপুরে চলচ্চিত্র ফোরামের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে শাকিব বলেন, “এখানেই (ঢাকা ক্লাব) একটা অনুষ্ঠানে এসেছিলাম আমি। আমার বব্ধু প্রযোজক ইকবাল আমাকে বললেন, ‘শাকিব তুমি তো ভারতীয় ইমপার (চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংগঠন) আদলে বাংলাদেশে সংগঠন গঠনের কথা বলেছিলে।’ তখনই আমি দেখলাম অনুষ্ঠানটিতে চলচ্চিত্রের সব সংগঠনের মানুষ উপস্থিত আছেন। তাদেরকে নিয়ে বসে গেলাম, তারা প্রাথমিকভাবে রাজিও হলেন।”

এরপর কিছুদিন সংগঠনটির আলাপ-আলোচনা বন্ধ থাকে। শাকিব বলেন, ‘এরপর মৌসুমী ভাবির রেস্টুরেন্টে আমরা আবার বসি। সেখানেই সবকিছু চূড়ান্ত হয়।’

তিনি আরো বলেন, ‘আজকে ইন্ডাস্ট্রিতে কথা বলার স্বাধীনতা নেই। কাউকে কিছু বলা যায় না। বললেই ব্যানড। আজকে এখানে কারা একত্রিত হয়েছে? যারা চলচ্চিত্রে এখন কাজ করছে। তাদের স্বার্থ সংরক্ষণে এ সংগঠন।’

\’বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর সভাপতি হয়েছেন প্রযোজক নাসিরউদ্দিন দিলু ও সাধারণ সম্পাদক পরিচালক কাজী হায়াৎ। সহ-সভাপতি হিসেবে আছেন মোহাম্মেদ হোসেন, নাদের চৌধুরী, ড্যানি সিডাক, নাদের খান ও সেলিম খান। যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। সাংগঠনিক সম্পাদক এম ডি ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফারহান আমিন নূতন, আন্তর্জাতিক সম্পাদক আরিফা পারভীন জামান মৌসুমী, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন ও কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।

এছাড়া ফোরামের সদস্য হিসেবে আছেন আব্দুল আজিজ, ওমর সানী, কাজী মারুফ, বিদ্যা সিনহা মিম, ববি, অমিত হাসান, শবনম বুবলি, শিবা শানু, নানা শাহ, ডি জে সোহেল, হাফিজুর রহমান সুরুজ, বড়ুয়া মনোজিত ধীমান, অজিত নন্দী ও শাকিব খান।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top