প্রথমবার ১০০ কোটির ক্লাবে শহিদ কাপুর

মাস খানেক আগে যখন সিনেমাটির ট্রেলার প্রকাশ হলো, তখনই ধারণা করা গিয়েছিল যে, এটা একটা ধামাকা হয়ে আসছে। ঠিক তাই হলো। মুক্তির পর অবশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে সিনেমাটি। বক্স অফিসে বাজিমাত করছে এটি।

বলছি বলিউড তারকা শহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘কবির সিং’-এর কথা। গত ২১ জুন ভারত ও বিশ্বব্যাপী ৩ হাজার ৬’শ ১৬টি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই এটি আয় করে ২০ কোটি রুপির বেশি! শুধু তাই-ই নয়, মুক্তির মাত্র ৫ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘কবির সিং’।

এর ফলে প্রথমবারের মতো একক নায়ক হিসেবে শহিদ কাপুরের কোনো সিনেমা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল। বলতে দ্বিধা নেই, এটাই শহিদ কাপুরের একক কেরিয়ারের সবচেয়ে সফল সিনেমা।

বলিউড বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বলেন, ‘কবির সিং’ অসাধারণ ব্যবসা করছে। কোনো উৎসব কিংবা ছুটির দিন ছাড়াই সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। মুক্তির ছয় দিনে সিনেমাটির আয় ১২০.৮১ কোটি রুপি। এর মাধ্যমে চলতি বছরে মুক্তি পাওয়া ‘কেসারি’, ‘গালি বয়’, ‘টোটাল ধামাল’ সিনেমাগুলোকে পেছনে ফেলেছে ‘কবির সিং’।

এদিকে বিশ্বব্যাপীও দারুণ ব্যবসা করছে ‘কবির সিং’। জানা গেছে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ১৫০ কোটি রুপি। এছাড়া অগ্রিম বুকিংয়েও ‘কবির সিং’-এর অবস্থান চমৎকার। রিপোর্ট বলছে, অগ্রিম বুকিং থেকে সিনেমাটি আয় করেছে ১১.৫০ কোটি রুপি।

‘কবির সিং’ সিনেমাটি মূলত তেলেগু ‘অর্জুন রেড্ডি’ সিনেমার অফিশিয়াল রিমেক। এটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমায় শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

Scroll to Top