সাংসদ হিসেবে শপথ নিলেন না মিমি-নুসরাত!

বিতর্ক যেন পিছু ছাড়ছে না টলিউডের জনপ্রিয় নায়িকা থেকে সাংসদ হওয়া মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের। ভোটের আগে ছোট-খাটো বিতর্কে জড়ালেও ভোটের পর পোশাক নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। এবার নতুন বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গের বসিরহাট এবং যাদবপুর থেকে নির্বাচিত এ দুই সাংসদ।

সোমবার (১৭ জুন) পশ্চিমবঙ্গের সব সাংসদরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সংসদের প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন মিমি এবং নুসরাত। শপথ নেয়ার জন্য তারা আরও এক সপ্তাহ সময় চেয়েছেন। দু’জনেই আপাতত দেশের বাইরে রয়েছেন। হবু বর নিখিল জৈন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে নুসরাত জাহান আপাতত রয়েছেন তুরস্কের বোদরুমে। মঙ্গলবার (১৮ জুন) সেখানে বিয়ে করছেন নুসরাত। অন্যদিকে, মিমিও প্রিয় বান্ধবী তথা সতীর্থের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাড়ি দিয়েছেন সেখানে।

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ জুন শপথ নেবেন দুই তারকা সাংসদ।

মিমি-নুসরাতকে নিয়ে সমালোচনা ওঠার আরও বড় কারণ, গত মেয়াদে অভিনেতা দেব মাত্র ২৯ দিন সংসদে গিয়েছিলেন। মুনমুন সেন ও সন্ধ্যা রায়ও দেবের মতোই সংসদে নামেমাত্র হাজিরা দিয়েছিলেন। তাই মিমি-নুসরাতের শপথের দিনেই অনুপস্থিতি বিতর্ক উস্কে দিয়েছে।

লেটেস্টবিডিনিউজ/এনপিবি

Scroll to Top