রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে উপস্থিত হলেন ঊর্মিলা

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মিয়ানমার থেকে আসা নারী ও শিশু-কিশোরদের দিকে এগিয়ে গেলেন ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

গত ২৪ সেপ্টেম্বর তিনি সেখানে গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজও করেছেন।

কক্সবাজার নেমেই ঊর্মিলা সরাসরি ছোটেন বিদ্যানন্দ নামের একটি সংগঠনের অস্থায়ী রান্নাঘরে। রান্না, প্যাকেজিং ও লোডিং শেষে রওনা দেন রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে। সেখানে জীর্ণ ঘরের কিশোরী কন্যাদের সঙ্গে কথা বলে তুলে দেন স্যানিট্যারি ন্যাপকিন। এরপর নেমে পড়েন খিচুড়ি বিতরণে। ক্যাম্পে গিয়ে হাজার হাজার শরণার্থীদের মাঝে বিস্কুটসহ মেয়েদের জন্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদিও বিতরণ করেছেন তিনি। ওইদিন সকাল থেকে রাত অবধি বিরামহীন কাজ করেছেন তিনি।

\"\"

ঊর্মিলা বলেছেন, ‘বিদ্যানন্দ নামের একটি সংগঠনের সহযোগিতায় শরণার্থী ক্যাম্পে গিয়েছিলাম। তারা দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সবসময় দাঁড়ায়। বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা বৈরি পরিবেশে হাড়ভাঙা পরিশ্রম করছেন নিঃস্বার্থভাবে। তাদের সঙ্গে অসহায় মানুষ ও নির্যাতিত রোহিঙ্গা কিশোরীদের জন্য সামান্য কিছু করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।’

 

বাংলাদেশ সময় : ১৩৫৮ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top