‘অধিকাংশ স্ক্রিপ্টই খোলামেলা, ১৮ প্লাস কথাবার্তায় পরিপূর্ণ’

ক্যারিয়ারের শুরু থেকেই বরাবরই আলোচনায় ছিলেন পরীমণি। শুধু ছিলেন না, এখনও তিনি বেশ আলোচনার খোরাক ফিল্মপাড়ায়। যদিও মাঝে বেশ কিছুদিন ক্যামেরার সামনে বিরতি দিয়েছেন এই লাস্যময়ী। কিন্তু এই বিরতি নিয়েছিলেন নিজেকে কিছুটা গুছাতে। অপেক্ষায় ছিলেন মনের মতো কিছু কাজের।

এরই মধ্যে চয়নিকা চৌধুরীর \’বিশ্ব সুন্দরী\’তে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। এছাড়া গত বছরের শেষের দিকে গিয়াস উদ্দিন সেলিমের একটি শর্টফিল্মেও অভিনয় করেন। সেই ধারাবাহিতকায় পরী এবার অভিনয় করতে যাচ্ছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের থ্রিলার ওয়েব সিরিজে \’পাফ ড্যাডি\’তে।

বঙ্গবিডির প্রযোজনায় ১০ পর্বের এই ধারাবাহিকে দেখা যাবে পরীমণিকে। এই ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম। আর পরীকে দেখা যাবে টিনা নামে রূপালী জগতের এক নায়িকার চরিত্রে। ২৩ মে শুটিংয়ে যোগ দিবেন পরীমণি।

পাফ ড্যাডির গল্প শোনাতে গিয়ে মাসুদ হাসান উজ্জ্বল আমাদের জানান, এটি ক্ষমতার পালাবদলের গল্প। রাস্তার ভাসমান এক ব্যক্তির ক্ষমতাবান হয়ে ওঠার গল্প। প্রায় ছয় মাস সময় নিয়ে এই ওয়েব সিরিজের শুটিং প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরীমণি বলেন, ‘পাফ ড্যাডি’ গল্পটা যখন আমার কাছে এল, তখন তা দেখে মনে হয়েছে, ঠিকভাবে এগিয়ে নিতে পারলে ভালোই হবে কাজটি। ওয়েব সিরিজটির মধ্যে স্মার্টনেস ব্যাপারটা দেখতে পেয়েছি আমি। তো এ কারণেই এ রকম স্মার্ট একটি কাজের প্রস্তাব ফিরিয়ে দেয়ার যৌক্তিকতা পাইনি।

তিনি আরও বলেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রীতি’ করার পর প্রচুর পরিমাণে প্রস্তাব আসা শুরু করল আমার কাছে। দুঃখজনক হলেও সত্য, সেসবের অধিকাংশ স্ক্রিপ্ট পড়ে আমার মনে হয়েছে, এগুলোর বেশির ভাগই একটু খোলামেলা, একটু ১৮ প্লাস কথাবার্তায় পরিপূর্ণ। এ রকম ঘটতে থাকায় একপর্যায়ে গল্প শোনার আগেই না বলা শুরু করলাম গণহারে। তবে আনন্দের খবর হলো, ‘পাফ ড্যাডি’র মাধ্যমে সেই বিপদটা শেষ অব্দি কেটে গেছে। এবং এর মাধ্যমে বাকিদের একটু জানিয়ে দেয়ার চেষ্টা করছি—আমি আসলে এ ধরনের কাজই করি, এর বাইরে অন্য কোনো কিছুতে আমার আগ্রহ নেই।

পাফ ড্যাডি ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, সজল, মৌটুসী বিশ্বাস, পীযুষ বন্দোপাধ্যায় প্রমুখ। কিছুদিন আগে প্রাথমিকভাবে এই সিরিজের শুটিংয়ে অংশ নিতে দেখা যায় বিজরী ও দিনারকে। ২৩ মে থেকে শুরু হবে পুরোদমে শুটিং।

Scroll to Top