মা-বাবার কাছে নিজের সন্তানের মৃত্যু সহ্য করার মতো ভয়ংকর কষ্ট আর কিছুতেই নেই। এই বলি-সেলেবদেরও তেমন সন্তান হারানোর কষ্ট পেতে হয়েছিল।
গোবিন্দা: গোবিন্দার প্রথম কন্যাসন্তানের মৃত্যু হয়েছিল মাত্র চার মাস বয়সে। প্রি-ম্যাচিওর অবস্থায় জন্মানোর কারণে প্রথম থেকেই দূর্বল ও অসুস্থ ছিল সে।
শিল্পা শেঠি : শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের কিছুদিনের মধ্যেই প্রথম প্রেগন্যান্সির খবর জানান শিল্পা। কিন্তু মিসক্যারেজের কারণে সেই সন্তানটি নষ্ট হয়ে যায়। পরে জন্ম হয় তাদের ছেলে ভিয়ানের।
কাজল: ২০০১ সালে গর্ভবতী হন কাজল। কিন্তু একটপিক প্রেগন্যান্সি হওয়ার কারণে অ্যাবরশন করাতে হয় তাকে। একটপিক প্রেগন্যান্সির অর্থ এক্ষেত্রে ভ্রূণ জরায়ুর মধ্যে বৃদ্ধি না পেয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বেড়ে ওঠে। এই অস্বাভাবিক প্রেগন্যান্সির পর সফলভাবে নাইসা ও যুগের জন্ম দেন তিনি।
আমির-কিরণ: কিরণ-আমিরের দ্বিতীয় সন্তান আজাদ রাও খান। কিরণের প্রথম সন্তান দিনের আলো দেখেনি। তার গর্ভপাত হয়েছিল। পরবর্তী প্রেগন্যান্সিতেও সমস্যা ছিল কিরণের। যদিও সম্পূর্ণ সুস্থভাবেই জন্ম হয়েছিল আজাদের।