কয়লাবাহী জাহাজ এলো পায়রা বন্দরে, শীঘ্রই চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র

কয়লাবাহী জাহাজ এলো পায়রা বন্দরে, শীঘ্রই চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র
‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ পায়রায় নিয়ে আসল ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা - সংগৃহীত ছবি

অবশেষে ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ পায়রায় নিয়ে আসল ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা। বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাতে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। ২০০ মিটার দীর্ঘ এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ জাহাজটির ড্রাফ্ট ১০মিটার।

আজ কিংবা আগামীকালের মধ্যে এ কয়লা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস হওয়ার কথা রয়েছে। পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান শহর থেকে কয়লা নিয়ে এসেছে। এটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। কয়লা আসার কারণে ফের দুই তিন দিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর সম্ভাবনা রয়েছে।

৫ জুন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর কিছু দিন আগে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।