৭৬ টাকা কমলো ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম

বেসরকারি কোম্পানিগুলোর বিক্রি করা ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৭৬ টাকা। এখন থেকে প্রতিটি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৪২২ টাকা দরে। এক প্রজ্ঞাপনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ কথা জানিয়েছে।

বিইআরসি প্রতি কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১২ টাকা কমিয়ে ১১৮ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করেছে। নতুন এ দর আজ থেকে কার্যকর হয়েছে।

তবে সরকারি এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। রেটিকুলেটেড এলপিজির ক্ষেত্রে প্রতি কেজি ১১৫ টাকা ৩১ পয়সা দাম বহাল রয়েছে।

দুই মাস দরপতনের পর গত ৩ ফেব্রুয়ারি এলপিজি গ্যাসের দাম কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৯৮ টাকা ১৭ পয়সা থেকে ১০৩ টাকা ৩৪ পয়সায় ওঠে। এতে করে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয় ১ হাজার ২৪০ টাকা, যা আগের তুলনায় ৬২ টাকা বেশি।

আন্তর্জাতিক বাজারের সামঞ্জস্য রাখতে বিইআরসি প্রতি মাসে সৌদি আরামকোর বিক্রিত প্রোপেন ও বুটান গ্যাসের দামের সঙ্গে এলপিজির দাম সমন্বয় করে।

এলপিজির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রোপেন ও বুটানের দাম প্রতি টন ৭৩৩ ডলার হিসেবে সিলিন্ডার গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।