অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষের ৩ অক্টোবর এবং ১২ অক্টোবর তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৩ অক্টোবরের স্থগিত পরীক্ষা ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের স্থগিত পরীক্ষা ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

পরীক্ষাগুলো যথারীতি প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হয়ে ৪টায় শেষ হবে।

তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময় : ১৬১০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top