জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে দুই হাজার ৩০০ জনের তালিকা প্রকাশ করেছেন ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.jnu.ac.bd অথবা admissionjnu.info) ফল পাওয়া যাবে।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘সি’ ইউনিটের ৪৬০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৫৬ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ