তিন দফা দাবিতে অচল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করে গণঅনশন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার সকালে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে। এছাড়াও শহীদ সাজিদ ভবন, বিজ্ঞান ভবনসহ বিভিন্ন ভবনের সামনে তালা ঝুলিয়ে গণঅনশনে বসে পড়েছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আইআর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।

এদিকে প্রধান ফটকে তালা ঝোলানোই ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রেখেছে।

এর আগে রবিবার সকাল আটটা থেকে তিন দফা দাবিতে গণঅনশন শুরু করে শিক্ষার্থীরা। এরপর রাতেই অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে ১৪ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-কোষাধ্যক্ষের আশ্বাসেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা।

উল্লেখ্য, যে তিন দফা দাবি নিয়ে জবির সাধারণ শিক্ষার্থীরা অনশন শুরু করেছে। তাদের দাবিগুলো হলো-২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে।

Scroll to Top