সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে শিক্ষা কার্যক্রম শুরু হবে: ঢাবি ভিসি

শিক্ষক-শিক্ষার্থীসহ অংশীজনদের সাথে কথা বলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ মাসে শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে, বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে মতবিনিময় সভায় তিনি এই প্রত্যাশা করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় সর্বজনতার হবে। উপাচার্যের অফিস কেন্দ্রীক কোনো একক আধিপত্য যেন না গড়ে না ওঠে, সেভাবেই কাজ করবে প্রশাসন।

মতবিনিময় সভায়, শিক্ষা সংস্কারের বেশকিছু দিক তুলে ধরেন শিক্ষকরা। বিদ্যমান লেজুড়ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করে, ছাত্র সংসদ চালুর পরামর্শ দেন তারা। এছাড়া, শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, আবাসন, খাদ্য, শিক্ষার মান বৃদ্ধি, গবেষণাসহ নানা দিক তুলে ধরেন শিক্ষক সমাজ।

Scroll to Top