মাভাবিপ্রবিতে ১৯ ছাত্রলীগ নেতা বহিষ্কার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিহিংসামূলক আচরণের প্রেক্ষিতে ১৯ জন ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোহা. তৌহিদুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে এর ১৫ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৪৬৪ম (জরুরি) সভার সিদ্ধান্ত ০১(ঙ) মোতাবেক এই সিদ্ধান্তটি নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ছাত্র সংগঠনের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ১৭/০৮/২০১৪ তারিখে দাখিলকৃত অভিযোগপত্রের প্রেক্ষিতে একটি Facts Finding কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কর্তৃক অভিযোগকারী এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক প্রণীত প্রতিবেদন শৃঙ্খলা বোর্ডের ৪৪তম সভায় (০১/০৯/২) পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বিভিন্ন বিভাগের উনিশ (১৯) ঋণ শিক্ষার্থীকে সামগ্রিকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়। শৃঙ্খলা বোর্ডের সুপারিশের বিষয়টি ০৩/০৯/২০২৪ তারিখ অনুষ্ঠিত ২৪৭তম (জরুরি) রিজেন্ট বোর্ড সভায় অনুমোদনের ভিত্তিতে বিভিন্ন বিভাগের নিম্নোক্ত ১৯ (উনিশ) জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও চলতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রমে অংশ গ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

মাভাবিপ্রবি

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এআরএম সোলায়মান জানান, এর আগে সাধারণ শিক্ষার্থীদের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। ওই কমিটি পরে অভিযোগকারী ও অভিযুক্তদের সাক্ষাৎকার নেওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে শৃঙ্খলা বোর্ডের সভায় বিভিন্ন বিভাগের ওই ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করে।

তিনি আরও জানান, এটি সাময়িক ব্যবস্থা। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যথাসময়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top