আগামী ৩০ জুন শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রবেশপত্র না পাওয়ায় এ পরীক্ষায় জামালপুর ‘শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের’ ৯৬ পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দিনভর কলেজ প্রাঙ্গণে বসে থেকেও প্রবেশপত্র পায়নি তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
অভিভাবকরা জানায়, শিক্ষার্থীরা গত দুই বছর ধরে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কলেজ শাখায় লেখাপড়া করছে। তারা নিয়মিত বেতন, ফি পরিশোধ করেছে। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা নিয়েছে। কিন্তু অধ্যক্ষ সব পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েও রেজিস্ট্রেশন কোনোটাই করেননি।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের অবহেলায় তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় পড়েছে তাদের অভিভাবকরা।
এ ঘটনায় কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্ষদ।