বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ ২০১৯ সালের হত্যার সাথে জড়িত ছাত্র আশিকুল ইসলাম (বিটিইউ) এর প্রত্যাবর্তনের প্রতিবাদে, বুয়েটের শিক্ষার্থীরা আজ (৯ আগস্ট) থেকে ক্লাস থেকে বিরত থাকবে।
তাদের দাবি, তিনি ৬ আগস্ট কেমিক্যাল ১৯ ব্যাচের ক্লাসে আবারও হাজির হন। এ ঘটনায় ক্ষুব্ধ বুয়েটের অধিকাংশ শিক্ষার্থী।
অবিলম্বে তার কোর্স রেজিস্ট্রেশনসহ সকল একাডেমিক কার্যক্রম বাতিলের দাবিতে আজ থেকে ক্লাস বর্জন করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের এই কর্মসূচি চলবে।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত আশিকুল ইসলামের (বিটিইউ), কোর্স রেজিস্ট্রেশনসহ সব একাডেমিক কার্যক্রম বাতিলের লক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বুয়েটে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বাক্ষর জড়ো হয়।
দ্রুততম সময়ে তার কোর্স রেজিস্ট্রেশন বাতিলসহ সকল একাডেমিক কার্যক্রম বাতিল করার দাবিতে আজ থেকে ক্লাস বর্জন করা হবে। দাবি না আদায় পর্যন্ত ক্লাস বর্জনের এই কর্মসূচি চলবে।
এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থী আশিকুল ইসলামের (বিটু) কোর্স রেজিস্ট্রেশন বাতিলসহ সকল একাডেমিক কার্যক্রম বাতিল করতে বুয়েটে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৫টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে আশিকুল ইসলামের (বিটিইউ) ক্লাসে ফেরার প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
সেখানে তারা ‘আমরা আমাদের ভাইয়ের খুনির সাথে ক্লাস করতে রাজি নই’ বলে উল্লেখ করেন।