প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় চলমান সব লেক ভরাট বন্ধের ১৩ দাবি নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।
সকাল ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। রোববার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে ড. পরে প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দুই পক্ষ সমঝোতায় আসতে না পারায় কথোপকথন শেষ হয়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার রূপরেখা সম্বলিত একটি স্মারকলিপি প্রশাসনের হাতে তুলে দেন। শিক্ষার্থীরা স্মারকলিপিতে 13টি জিনিসের জন্য অনুরোধ করেছিল, যার মধ্যে রয়েছে সমস্ত অনুষদের জন্য প্রতি সেমিস্টারে ৩-এর নিচে জিপিএ সহ সমস্ত কোর্সের জন্য একটি উন্নতি ব্যবস্থা বাস্তবায়ন, প্রতিটি সেমিস্টারে তিনটি কোর্স পাস করা শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত সেমিস্টারে ভর্তির প্রাপ্যতা এবং প্রাপ্যতা। সব হলওয়ে এবং ক্লাসরুমে বিশুদ্ধ পানি।