এসএসসি ও সমমানের ফল প্রকাশ ২৮ জুলাই

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ২৮ জুলাই
এসএসসি ও সমমানের ফল - পুরনো ছবি

আগামী ২৮ জুলাই ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। আজ বুধবার (১৯ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে বিধান রয়েছে ফলাফল প্রকাশের। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন আগামী ৩০ জুলাই পূর্ণ হবে।

এর আগেই ফল প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার হলেও ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সুরকার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২৮ মে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এবার অংশ নিয়েছিলেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।