রাজধানীর ধানমন্ডিতে সায়েন্সল্যাব এলাকায় তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। ৫ মার্চ, রোববার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়। এতে ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে (গ্রীন রোড) যানচলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। একই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে নাম ফলক খুলে নিয়ে যায়। ওই ঘটনার জেরে আজ আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েকজনকে মারধর করেছে। এতে দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তবে আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ (রোববার) সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, কোনো একটি বিষয় নিয়ে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, পরে সংঘর্ষ বেঁধে যায়।